HOW TO PREPARE FOR IELTS: বাংলায় আইইএলটিএস এর প্রস্তুতি : ধাপে ধাপে সম্পূর্ণ বিষয়

HOW TO PREPARE FOR IELTS আইইএলটিএস কি এবং কিভাবে প্রস্তুতি নিবেন ? অল্প দিনে কিভাবে IELTS-র জন্য প্রস্তুত হবেন। ১। পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত পরীক্ষার তারিখের কমপক্ষে দুই বা তিন মাস আগে থেকে। যদি এক মাস প্রস্তুতি নেয়া যায় তাহলে খুবইভালো। তার আগে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে তারপর প্রস্তুতি শুরু করা উচিৎ। নইলে অনেক সময় নষ্ট হয়। ২। প্রাথমিক ধারনা পেতে এই ওয়েবসাইট গুলো explore করা যেতে পারেঃ http://www.ielts-exam.net/ http://www.ieltsessentials.com/know_the_test/test_format.aspx ৩। প্র্যাকটিস,প্র্যাকটিস, প্র্যাকটিস! IELTS পরীক্ষায় সাফল্যের মূল হাতিয়ার প্র্যাকটিস করা। তার মানে বেশী বেশী স্যাম্পল পরীক্ষা দেয়া। ক্যামব্রিজ সিরিজের বই, ব্রিটিশ কাউন্সিলের বই, ইন্টারনেট। IELTS পরীক্ষা এমনিতে বেশ সহজ কিন্তু সমস্যা হচ্ছে সময়ের স্বল্পতা। তাই পরীক্ষা গুলো দেয়া উচিত ঘড়ি ধরে, নির্দিষ্ট সময়ের দুই এক মিনিট আগে শেষ করে ফেলতে পারলে খুব ভাল। প্রথম দিকে স্কোর খারাপ আসবে, সেক্ষেত্রে কোন এরিয়াতে বেশি খারাপ হচ্ছে এবং কেন হচ্ছে সেটা বুঝতে না পারলে একজন অভিজ্ঞ ট্রেইনারের পরামর্শ...